- ভোটার নিবন্ধন ফরমের
স্লিপ নম্বর
- ভোটার নিবন্ধন অনুযায়ী
জন্ম তারিখ
- স্থায়ী ঠিকানা (উপজেলা,
জেলা, বিভাগ)
- ল্যাপটপ/কম্পিউটার
/ একটি স্মার্ট ফোন
- সচল মোবাইল নম্বর
ওটিপি ভেরিফিকেশন কোন
এর জন্য
- অন্য একটি স্মার্ট
ফোন (ফেস
ভেরিফিকেশন এর জন্য)
ভোটার
আইডি কার্ড/এন আইডি
ডাউনলোড করার
নিয়ম
বর্তমানে
বাংলাদেশ নির্বাচন কমিশন হতে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড বা চেক করা খুব কঠিন কাজ নয়। আপনি নিচের ভোটার আইডি কার্ড বের করার নিয়ম অনুসরণ করে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি(চেক)
খুব সহজে বের করতে পরবেন।
মোবাইল এ্যাপ
ডাউলোড
প্রথমে
ফেইস ভেরিফিকেসনের জন্য
নির্বাচন কমিশনের মোবাইল এ্যাপ অন্য মোবাইলে ইসন্টল করতে হবে।
Google
Play Store এ চলে যান
NID Wallet লিখে সার্চ করুন । এবং এ্যাপটি ইনস্টল করুন।
এন আইডি
একাউন্ট এ
রেজিষ্ট্রেশন ও
লগইন
স্লিপ
নম্বর, ভোটার আইডি/
জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে NID সেবা ওয়েব সাইট এ রেজিষ্ট্রেশন করতে হবে ।
আপনি
যদি ২০১৯ সালের পর ভোটার হয়েছেন আপনার ভোটার আইডি স্লিপ আছে । আপনি স্লিপ নম্বর দিয়ে আপনার ভোটার আইডিটি বের করতে পারবেন।
এবার
আপনাকে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে আইডি কার্ড ডাউনলোডের জন্য
রেজিষ্টেশন বা সাইন আপ করতে হবে ।
তারপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
প্রথম
ধাপ: এই লিংকে ক্লিক করুন
https://services.nidw.gov.bd/nid-pub/, জাতীয়
পরিচয় পত্র ডাইনলোড। নিচের মত একটা পেজ আসবে ।
দ্বিতীয়
ধাপ: স্লিপ নম্বর,
ভোটার আইডি/ জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন।
চতুর্থ
ধাপ: উপরিউক্ত তথ্য সঠিক হলে আপনার মোবাইল নম্বর দেখাবে ।
অথবা আপনি নতুন মোবাইল নম্বর দিয়ে আপনার একাউন্টটি ভেরিফাই করতে পারবেন ।
অবশ্যই
আপনার প্রদানকৃত মোবাইল নম্বরাটি সঠিকও সচল হতে হবে ।
মোবাইল নম্বরটি হাতের কাছে থাকতে হবে কারণ মোবাইলে একটি ভেরিফিকেশন ওটিপি পাঠানো হবে।
এখানে, আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বরটি লিখুন ও
বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।
পঞ্চম
ধাপ: আপনার
প্রদানকৃত মোবাইল নম্বরটিতে ৬ ডিজিটের একটি কোড পাঠানো হবে । উক্ত কোডটি ছবিতে দেখানো ঘরে লিখুন ও
বহাল বাটনে ক্লিক করুন ।
ষষ্ঠ
ধাপ : আপনার
ফেস ভেরিফিকেশনের জন্য
QR কোড দেখানো হবে । উক্ত কোডটি অন্য যে মোবাইলে মোবাইল Wallet ইনস্টল করেছেন ।
সেই মোবাইলটি হাতে নিয়ে QR কোড স্ক্যান করুন ।
সপ্তম
ধাপ: এবার
এ্যাপ এ দেখানো ভিডিওর মতো,
আপনার মুখ বরাবর সেলফি ক্যামেরা ধরুন, ও
সোজাসুজি তাকান ।
ছাব ঠিক থাকলে নোটিফিকেশনে টিক মার্ক বা
OK লিখা দেখাবে ।
ফেস
ভেরিফিকেশন শেষ হলে আপনার সামনে নিচের দিকে একটি পেজ আসবে ।
অষ্টম
ধাপ: পাসওয়ার্ড
সেট করুন ভবিয্যৎতে ফেস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া লন ইন করতে চাইলে আপনাকে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি সেট করতে হবে।
ডাউনলোড
পাসওয়ার্ডটি
সেট কারার সাথে সাথে আপনার ওয়েব সাইটে লগইন হয়ে যাবে ।
আপনি আপনার ছবি ও প্রোফাইলটি দেখতে পাবেন ।
ছবিতে
দেখানো অপশন থেকে
সবার নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড/ জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করতে পারবেন ।
শেষাংশ
উপরের পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন ।
তাই আর দেরি না করে আপনার কার্ডটি ডাউনলোড করে নিন।
No comments:
Post a Comment